মাঠে নামার আগেই সুখবর পেল টাইগাররা
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান। অন্যদিকে বোলারদের তালিকায় ৮৭ ধাপ উন্নতি হয়েছে টাইগার স্পিনার নাসুম আহমেদের। বুধবার (৮ অক্টোবর) টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮২ রান করেন সাইফ। এর মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন তিনি। ফলে র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং নিয়ে ১৮তম স্থানে সাইফ। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এ ছাড়াও বাংলাদেশের হয়ে সাইফই এখন সেরা অবস্থানে রয়েছেন।
সাইফের মতো বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তানজিদ। ওই ম্যাচে পারভেজ হোসেন ইমনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তমস্থানে তিনি।
বাংলাদেশের আরেক ওপেনার ইমনের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে। ৫০৪ রেটিংয়ে নিয়ে ৫৩তমস্থানে তিনি।
বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই বাঁ-হাতি স্পিনার।
নাসুমের সঙ্গে পেসার তানজিম হাসান সাকিবেরও উন্নতি হয়েছে। ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থানেই আছেন পেসার মোস্তাফিজুর রহমান, যা বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান।
বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব।