নানা বিতর্ক-নাটকীয়তা অধ্যায় পেরিয়ে শেষ হলো বিসিবি নির্বাচন

০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০১ PM
বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচন © ফাইল ফটো

সব বিতর্ক ও নাটকীয়তা পেছনে ফেলে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই নির্বাচনের ভোটগ্রহণ। রাতেই এই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

ক্যাটাগরি-১ থেকে আগেই ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঢাকা বিভাগ থেকে অলিখিতভাবেই নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। এবার রাজশাহী ও রংপুর বিভাগ থেকেও নির্বাচিত দুই পরিচালক পেতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

ঢাকা মহানগরীর ক্লাব ক্যাটাগরিতেও অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন গ্রিন সিগন্যাল পাওয়া সেসব অলিখিত পরিচালকরা।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

নির্বাচনে আলোচিত ক্লাব ক্যাটাগরিতে ভোটারদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম দেখা গেছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়ার অন্যতম ব্যতিক্রম হিসেবে নজরে এসেছে। বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হচ্ছেন। সবমিলিয়ে এবারের নির্বাচনে ৭৬ জন ক্লাব কাউন্সিলর তাদের ভোটে ১৫ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জনকে বেছে নেন।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন ১৫টি ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল করার বিষয়ে আদালতের রবিবারের (৫ অক্টোবর) রায়ের ফলে নির্বাচনের গতিপথে কিছুটা পরিবর্তন এসেছিল। এই রায়ের ফলে আগের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য এবং বাতিল হওয়া প্রার্থী ইফতেখার রহমান মিঠু আবারও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।

যদিও এর আগে, ওই ১৫টি ক্লাবের ভোটাধিকার স্থগিত করায় সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫ জন কাউন্সিলর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১ অক্টোবর নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন

অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ।

বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9