মাশরাফির জন্মদিন আজ, কেমন আছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০১ PM
বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা হয়েছিল যাদের হাত ধরে, তাদের অন্যতম মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসে অনেক প্রতিভাবান খেলোয়াড় এসেছেন, আরও আসবেনও। তার চেয়ে ভালো পেসার বা অধিনায়কও হয়তো দেখা যাবে ভবিষ্যতে। তবু মাশরাফি একেবারেই আলাদা ও ভিন্ন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক, ভক্তদের কাছে রূপকথার নায়ক মাশরাফির জীবনের অনন্য একটি দিন আজ।
আজ রবিবার (৫ অক্টোবর), মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ১৯৮৩ সালের এ দিনে নড়াইলের মহিষখোলা গ্রামে নানাবাড়িতে জন্মেছিলেন তিনি। জীবনের ৪১ বসন্ত পার করে ৪২তম বছরে পদার্পণ করলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। কাকতালীয়ভাবে, মাশরাফির ছোট ছেলে সাহেলের জন্মদিনও আজই, ২০১৪ সালের এই দিনে পৃথিবীতে এসেছিল সাহেল।
মাঠে লড়াকু ক্রিকেটার ও অধিনায়ক, মাঠের বাইরে অকৃত্রিম হাসিখুশি মানুষ, এভাবেই পরিচিত মাশরাফি। বাইকপ্রেমী এই ক্রিকেটার ব্যক্তিগত জীবনে সুমনা হক সুমির সঙ্গে সংসার গড়েছেন। দুই সন্তানের জনক তিনি।
ক্রিকেটের বাইরেও আলোচনায় আছেন মাশরাফি। দেশের সবচেয়ে সফল অধিনায়ক হয়েই রাজনীতিতে আসেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে তরুণদের মাঝে এক ভিন্ন প্রত্যাশা জাগান। যদিও রাজনীতিতে তার সিদ্ধান্ত নিয়ে নানান বিতর্ক আছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কোথায় আছেন মাশরাফি, কেমন আছেন এ প্রশ্ন প্রায়ই ভক্তদের মাঝে উচ্চারিত হয়। সর্বশেষ জানা গেছে, মাশরাফি ঢাকাতেই আছেন। পরিবারের সঙ্গেই আছেন। আপাতত সবকিছু নিয়ে নীরব আছেন। শীঘ্রই তিনি ফের রাজনীতি, ক্রিকেটসহ নানা ক্ষেত্রে সরব হবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরই আগুন দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজার বাড়িতে। বিক্ষুব্ধ জনতার আক্রোশে পুড়ে ছাই হয়ে যায় তার নড়াইলের বাড়ি।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে। নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার বাবা গোলাম মুর্তজাকেও আসামি করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মাশরাফির অবদান ভোলার নয়। তার নেতৃত্বেই টাইগাররা প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। বাংলাদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ জয়ে তার অবদান কখনো ভোলার নয়। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার সত্ত্বেও দলের জন্য প্রাণপণ লড়াই করা মাশরাফি আজও অনুপ্রেরণার প্রতীক।
আওয়ামী লীগের রাজনীতি করার কারণে যত বিতর্কই থাকুক, ক্রিকেট ভক্তদের কাছে মাশরাফি বিন মুর্তজা মানেই সাহস, অনুপ্রেরণা আর রূপকথার এক অধ্যায়। তার জন্মদিনে ভক্তরা স্মরণ করছেন সেই মুহূর্তগুলো, যখন তিনি বাংলাদেশকে এনে দিয়েছিলেন গর্ব আর স্বপ্ন দেখার সাহস। ভক্তরা স্মরণ করছেন সেই লড়াকু অধিনায়ককে, যিনি বাংলাদেশকে শিখিয়েছিলেন ‘অসম্ভব বলে কিছু নেই’।