চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

বিসিবি লোগো
বিসিবি লোগো  © সংগৃ হীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক জটিলতা চলছেই। মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে নতুন মোড় নেয় বহুল প্রত্যাশিত এই নির্বাচন। তারা সরে যাওয়ায় নির্বাচনে প্রার্থীর তালিকাও কমেছে। ফলে, আরও কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। 

ক্যাটাগরি-১ থেকে (জেলা বিভাগ) ১৫টি মনোনয়ন জমা পড়ছিল। যেখান খুলনা বিভাগ থেকে মাত্র দুটি মনোনয়ন জমা পড়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই বিভাগ থেকে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। সিলেট বিভাগ থেকেও কেবল রাহাত শামসের মনোনয়ন জমা পড়েছিল। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন পরিচালক হচ্ছেন।

অন্যদিকে বরিশাল বিভাগ থেকেও একটি মনোনয়ন জমা পড়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বিভাগের নতুন পরিচালক হচ্ছেন সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: ট্রফি নিয়ে এসিসির সভায় ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ

এদিকে চট্টগ্রাম বিভাগেও তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তবে আজ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মির হেলাল শেষমুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই বিভাগেও আনুষ্ঠানিকভাবে আর নির্বাচন হচ্ছে না। এই বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন।

অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন এবং ক্যাটাগরি-৩ এ দুইজন শেষ পর্যন্ত নির্বাচন করছেন। এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নিয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন এবং বরিশালে একজন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছিলেন। তবে যাচাই-বাছাই শেষে ৪৮টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন প্রার্থীরা। রবিবার বিকেলে শেষ হয় মনোনয়ন জমা দেওয়ার কাজ। সবমিলিয়ে ৬০ জন কাউন্সিলর তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন। তবে, নানান কারণে ৯ জন মনোনয়ন জমা দেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence