বিসিবি লোগো-হাইকোর্ট © সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে, আসন্ন নির্বাচনকে ঘিরে একের পর এক বির্তকে জড়াচ্ছে দেশের ক্রীড়া সংস্থাটি।
অনিয়মের অভিযোগে বিসিবি নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকায় নাম ছিল না ১৫টি ক্লাবের। ক্লাবগুলোর আপত্তির পর চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেয়েছিল ক্লাবগুলো। কিন্তু তাতেও এলো না কার্যকরী সমাধান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা সেই ১৫টি ক্লাব বিসিবির এই নির্বাচনে অংশ নিতে পারবে না। মঙ্গলবার (৩০) এমন নির্দেশনাই দিয়েছেন হাইকোর্ট।
আদালতের নির্দেশে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে বা ভোট দিতে পারবেন না।
এর মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ভাইকিংস ক্রিকেট একাডেমি। ক্লাবটির কাউন্সিলর হিসেবে ইফতেখার রহমান মিঠুর বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল। এবার তারা ফের কোনো পদক্ষেপ হাতে নেন কি না, তা-ই এখন দেখার বিষয়।