বুলবুলের সঙ্গে কী কথা হল গম্ভীরের

বুলবুল- গম্ভীর
বুলবুল- গম্ভীর  © সংগৃহীত ছবি

দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে ফাইনাল ম্যাচটি হয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে। অথচ ২৫ সেপ্টেম্বরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় পেলে এই জায়গাটায় বাংলাদেশই থাকতে পারত ভারতের প্রতিপক্ষ হিসেবে। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বারবার হোঁচট খাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত বিদায় নেয় সুপার ফোর থেকেই।

১৩৬ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১ রানে হার মানে বাংলাদেশ। ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল বাংলাদেশের ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতা। শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, এবং পারভেজ হোসেন ইমন—তিনজনেই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করেন। পরে ব্যাটিংয়েও আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। ইমন, সোহান, হৃদয়, জাকের—কারোর কাছ থেকেই কাঙ্ক্ষিত ইনিংস আসেনি।

গতকাল দুবাইয়ে ভারত-পাকিস্তান ফাইনালের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, 'আমাদের সামনে ফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল। যোগ্যতাও ছিল। কিন্তু এটা ক্রিকেট—ভুল হতেই পারে। সামনে এগোতে হবে। গৌতম গম্ভীর আমাকে পরামর্শ দিয়েছেন, ব্যাটিং নিয়ে আরও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আমি তার সঙ্গে একমত।'

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলে সাইফ হাসান ও লিটন দাস ছাড়া কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। সাইফ ৪৪.৫০ গড় ও ১২৮.০৫ স্ট্রাইকরেটে করেন ১৭৮ রান। হৃদয়ের ফিফটি থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে দিয়েছেন। লিটন অবশ্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন। অধিনায়কত্বের দায়িত্ব পান জাকের আলী অনিক। তবে তার পারফরম্যান্স হতাশাজনক ছিল—সুপার ফোরে শেষ দুই ম্যাচেই এক অঙ্কের ঘরে থেমেছেন।

তবুও বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে হতাশ নন বিসিবি সভাপতি। তিনি বলেন, 'আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ছিল গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানের বিপক্ষেও জেতার সুযোগ ছিল, যদিও কাজে লাগাতে পারিনি। কিন্তু আফসোস নেই। গত চার মাসে আমরা অনেক উন্নতি করেছি। আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছি, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় এসেছে। সামনে আফগানিস্তান সিরিজ রয়েছে, সেটিই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বড় মঞ্চ হবে। আমাদের ভুলগুলো থেকে শিখে এগিয়ে যেতে হবে, যেন একই ভুল আবার না হয়।'

 

 


সর্বশেষ সংবাদ