অবশেষে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ PM
এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এশীয় ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করেছে। টসে হেরে আগে ব্যাট করতে নামেছে পাকিস্তান।
ফাইনালের চাপ মোকাবেলা করে পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান দারুণ শুরু এনে দিয়েছেন। বিশেষ করে ফারহান তার ব্যাটিং দিয়ে নজর কাড়ছেন। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন, আর আজও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছেন।
নতুন বল মোকাবেলায় জাসপ্রিত বুমরাহ কিংবা মাঝের ওভারে কুলদীপ যাদবের মতো চায়নাম্যান স্পিনার—সবাইকেই স্বাচ্ছন্দ্যে খেলছেন ফারহান। বড় ম্যাচে এসে মাত্র ৩৫ বলে ফিফটি পূরণ করেছেন তিনি। ৩৮ বলে তার সংগ্রহ ৫৭ রান।
ফারহান আউট হওয়ার পর উদ্বোধনী জুটির ৮৪ রান ভেঙে যায়। এরপর তিন নম্বরে নামা সাইম আইয়ুবের সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন ফখর জামান।
১২ ওভারের শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৭ রান।