টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলাননি দুই অধিনায়ক
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ PM
এশিয়া কাপে টানটান উত্তেজনার ম্যাচ আজ। দুবাইয়ে ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান। প্রথম পর্বে একই মাঠে ঘটনাবহুল প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারত। সুপার ফোরের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। তবে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে, আজও ভারতে অধিনায়ক হাত মেলাননি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে।
প্রথম পর্বের ম্যাচেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন না করায় বিতর্ক কম হয়নি। ওই ঘটনার জেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারনও দাবি করেছিল পাকিস্তান। তবে আজ জিম্বাবুইয়ান পাইক্রফটই থাকছেন ম্যাচ রেফারি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ জয়ের সুখস্মৃতি নিয়েই আজ খেলতে নামবে ভারত। আজ জিতলেই ভারত–পাকিস্তান লড়াইয়ে টানা জয়ের নতুন রেকর্ড গড়বে ভারতীয়রা।
দুবাইয়ে গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। আজ সুপার ফোরের ম্যাচেও আগে ব্যাট করবে পাকিস্তান। তবে এবার টস জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার।
উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল ভারত। এমনকি আইসিসি ও এসিসির কোনো টুর্নামেন্টেও যেন ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সে দাবিও ওঠে। এ নিয়ে আইসিসি ও এসিসিতে চিঠি চালাচালি পর্যন্ত হয়েছিল।
এর মধ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন সিং, শিখর ধাওয়ানসহ অনেক ক্রিকেটার। ফলে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নানা আলোচনার অবশেষে ভারত-পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে সম্মত হয়েছে। তবে তিক্ততার অবসান হয়নি