ভারত-পাকিস্তান ম্যাচের আগে যত রেকর্ড টাইগারদের

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

সমীকরণের জট খুলেই শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। সেখানে নিজেদের প্রথম ম্যাচেই টাইগারদের নতুন রূপে জেগে ওঠার দৃশ্য দেখা গেছে। গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে যে শ্রীলঙ্কাকে বাংলাদেশি ক্রিকেটভক্তরা সমর্থন করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, সুপার ফোরে এসে সেই লঙ্কানদেরই হারিয়ে যাত্রা শুরু করল লিটন দাসের দল।

লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। আর এই জয়ের পথেই ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়েন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। এদিন বেশকিছু রেকর্ডও হয়েছে। দারুণ ফর্মে থাকা লিটন গড়েন বড় এক মাইলফলক। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনিই। এতদিন এই রেকর্ড সাকিবের দখলে ছিল, ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে তার রান ছিল ২ হাজার ৫৫১। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করেই সাকিবকে পেছনে ফেলেন লিটন। ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে তার মোট রান এখন ২ হাজার ৫৫৬।

এদিন মোস্তাফিজুর রহমানও অনন্য রূপের মাধুলী ছড়িয়েছেন। এক ওভারে ২ উইকেটসহ গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচেরই নিয়ন্ত্রণ ধরে রাখেন কাটার মাস্টার। তিনিও ছুঁয়ে ফেলেন সাকিবের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটসংখ্যার রেকর্ড। ১২৯ ম্যাচে ৬ দশমিক ৮১ ইকোনমিতে ১৪৯ উইকেট শিকার করেন সাকিব। তার চেয়ে ১২ ম্যাচ (১১৭) কম খেলেই ৭ দশমিক ২৯ ইকোনমিতে সমান ১৪৯ উইকেট শিকার নিলেন দ্য ফিজ। আর ৯৯ উইকেট নিয়ে তালিকার তিনে তাসকিন।

এদিন ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন দ্য ফিজ, যা টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা ফিগার। এর আগে, ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন আল-আমিন হোসেন। এই সংস্করণে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটও ছিল ডানহাতি এই পেসারের।তার রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজ (১১ ম্যাচে)। আর ১০ ম্যাচে ১০ উইকেট তাসকিন আহমেদের।

এছাড়াও ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় জয়, এশিয়া কাপের ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে, এবারের আসরেই হংকংয়ের বিপক্ষে ১৪৪ রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা। অবশ্য, সুপার ফোরে দুর্দান্ত শুরু করলেও বাংলাদেশের সামনে এখন আরও কঠিন দুই পরীক্ষা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় কিংবা অন্তত একটি ম্যাচে জয় পেলেই ফাইনালে উঠার সুযোগ লিটন বাহিনীর। 

দেশ ছেড়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩০ আসনে এনসিপির প্রার্থী যারা
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9