দারুণ এক ক্যাচে জিশানকে ফেরালেন মোস্তাফিজ
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM
দুর্দান্ত খেলছিলেন জিশান আলী। তবে মোস্তাফিজকে সেভাবে সামলাতে পারছিলেন না। তানজিমের করা দ্বাদশ ওভারের প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ ছিলেন জিশান। তৃতীয় বলে জায়গা করে নিয়ে উড়িয়ে মেরেছিলেন। টাইমিংয়ে গড়বড় হওয়ায় তা ক্যাচ উঠে যায়। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন দ্য ফিজ। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙে ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে হংকংয়ের সংগ্রহ ৭৩ রান।
এর আগে, টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন।
ডানহাতি এই পেসারের খাটো লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন অংশুমান রাঠ। তবে ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে চলে যায় বল। এরপর রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ।
পঞ্চম ওভারের চতুর্থ বলে বাবরের স্ট্যাম্প উপড়ে লাল-সবুজ শিবিরে দ্বিতীয় সাফল্য এনে দেন তানজিম। দুর্দান্ত এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন এই পেসার। ১২ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার।