হংকংকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ © সংগৃহীত
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ দল। এবারের আসর বসছে টি–টোয়েন্টি ফরম্যাটে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।
টি–টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও হংকং এ পর্যন্ত কেবল একবারই মুখোমুখি হয়েছে। ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তাই এবারের ম্যাচে রয়েছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও।
তবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামের স্মৃতি বাংলাদেশের পক্ষে সুখকর নয়। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু দুটিতেই হেরেছিল। ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা।
ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে। এই জুটি দলের জন্য আক্রমণাত্মক সূচনা এনে দিতে চাইবেন। স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন থাকবেন সম্ভাব্য দুই বিকল্প। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাঁদের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিব।
মোবাইলে খেলা দেখবেন যেভাবে
বাংলাদেশ–হংকং ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস। মোবাইল ও অনলাইনে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে টফি অ্যাপ–এর মাধ্যমে। দর্শকরা চাইলে অ্যান্ড্রয়েড ও আইওএস–এর টফি অ্যাপ ব্যবহার করে ম্যাচটি দেখতে পারবেন। এছাড়া টফি লাইভ ওয়েবসাইট (toffilive.com) এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)–এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।