আতাল-ওমরজাইয়ের ফিফটিতে আফগানিস্তানের বড় পুঁজি
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ PM
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং বান্ধব উইকেটেও শুরুর দিকে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে ঘুরে দাঁড়িয়ে সেদিকউল্লাহ আতালের পর আজমতউল্লাহ ওমরজাইও ফিফটি হাঁকান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানদের হয়ে ওমরজাইয়ের দ্রুততম ফিফটির রেকর্ডে বড় পুঁজি পেয়েছে তারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তুলেছে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৭৩ রান করেন ওপেনার আতাল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। ব্যর্থ হয়ে ফেরেন মারকুটে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (৮)। দুই অঙ্ক পেরোনোর আগে ইব্রাহিম জাদরানও (১) প্যাভিলিয়নে ফেরেন।
তবে আতালের সঙ্গে ৫১ রানে জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন অভিজ্ঞ মোহাম্মদ নবি। প্যাভিলিয়নে ফেরার আগে ৩ চার ও এক ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন এই অলরাউন্ডার।
এরপর পাঁচে নামা গুলবাদিন নাঈব দুই অঙ্ক পেরোনোর আগে ফিরলেও স্কোরশিট সচল রাখেন আতাল। ওমরজাইয়ের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন এই ওপেনার। শেষ পর্যন্ত স্কোরশিট সামলানো ওপেনার আতাল ৫২ বলে ৭৩ রান করেন। এছাড়া ৫ ছক্কা ও ২ চারে ২১ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওমরজাই।
হংকংয়ের হয়ে আয়ূশ শুকলা ও কিঞ্জিত শাহ দুটি করে উইকেট নেন।