২-১ ব্যবধানে সিরিজ জয়ে চোখ নেদারল্যান্ডসের

নেদারল্যান্ডস কোচ রায়ান কুক
নেদারল্যান্ডস কোচ রায়ান কুক  © টিডিসি ছবি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভুলগুলো স্বীকারের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় মেতেছিলেন নেদারল্যান্ডস কোচ রায়ান কুক। প্রধান কোচের মতো নোয়া ক্রোসও তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করলেন। তবে সিরিজের প্রথম ম্যাচে হেরেও, এখনও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আশায় বুক বাঁধছেন ডাচ শিবির। ডানহাতি এই ব্যাটারের বিশ্বাস, পরের দুই ম্যাচে আরও ভালো করতে পারবে নেদারল্যান্ডস।

অবশ্য, সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পাওয়াও ছিল ডাচদের পরাজয়ের বড় কারণ। মাত্র তিন ঘণ্টার এক অনুশীলন সেশনেই মাঠে নামতে হয়। সিলেটের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ব্যাটাররা, এটা প্রথম ম্যাচে পরিষ্কারভাবেই ধরা পড়ে।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং। মাঝে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরু বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও সাইফ হাসানের দারুণ এক স্পেলে ভাঙে সেই জুটি। ম্যাচজুড়ে সবচেয়ে বেশি ভুগিয়েছেন তাসকিন আহমেদ, একাই শিকার করেন ৪ উইকেট। ডাচদের ১৩৬ রানের জবাবে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ক্রোসের দাবি, ব্যাটিংয়ে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি তারা।

ক্রোস বললেন, ‘আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। আজ অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ। আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারব।’

এদিকে সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে ডাচরা। যদিও ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য তাদের। 

ক্রোসের ভাষ্য, ‘নিশ্চিতভাবেই। একটু আগেও বলেছি আমাদের মাঝে ওই বিশ্বাস আছে, আমরা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারি। আমাদের ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই। এমন নয় যে এটা সম্ভব না।’

ক্রোস এ-ও বললেন, ‘অভিজ্ঞতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন মানের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্টও। আমি মনে করি, ভালো পারফরম্যান্স করার ও সামর্থ্য দেখানোর মতো ভালো আমরা অবস্থায় আছি। এসব নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি।’

 


সর্বশেষ সংবাদ