প্রনেলান সুব্রায়েন © সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসে ওয়ানডে অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিন অলরাউন্ডার প্রনেলান সুব্রায়েনের। অভিষেকে ১ রান করেছেন ও ১টি উইকেট নিয়েছেন। কিন্তু ১০ ওভার হাত ঘোরাতেই তার বিরুদ্ধে সন্দেহভাজন বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।
দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ার সুব্রায়েনের। ১৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। সেখানেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আন্তর্জাতিক অ ভিষেক হলো ৩১ বছরে।
এর আগেই ৭৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১০২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। ১২০ টি-২০ খেলার অভিজ্ঞতাও আছে। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আসতেই তার বোলিং নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সুব্রায়েনেকে এখন ১৪ দিনের মধ্যে আইসিসির স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে। ব্রিসবেনের অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেবেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হলেও পরীক্ষা দিয়ে ক্রুটি ধরা পড়ার আগ পর্যন্ত খেলতে বাধা নেই ওই ক্রিকেটারের। কিন্তু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট পরীক্ষার ফল না আসা পর্যন্ত সুব্রায়েনেকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ সুরকি কনরাড বলেন, ‘সে খেলতে পারবে। পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত খেলতে বাধা নেই। কিন্তু আমরা তাকে কানাঘুষার বাইরে রাখতে চাই, তার ওপর থেকে বাড়তি নজর সরিয়ে রাখতে চাই। যাতে করে সে পরীক্ষায় মনোযোগ দিতে পারে।’
২০১৪ সালে টি-২০ লিগ খেলার সময় সুব্রায়েনের বোলিংয়ে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৫ সালে ওয়ানডে ঘরোয়া লিগে খেলার সময় প্রশ্ন উঠলে তিনি পরীক্ষা দেন এবং নিষিদ্ধ হন। বোলিং অ্যাকশন শুধরে ২০১৬ সালে পুনরায় ক্রিকেটে ফেরেন তিনি।