ইতিহাস গড়তে আর এক ধাপ দূরে সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © সংগৃহীত

ক’দিন আগেই টি–টোয়েন্টিতে ৬৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন রশিদ খান। তখনও ৪৯৮ উইকেটে থেমেছিলেন সাকিব আল হাসান। সিপিএলের প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন লাল-সবুজের এই প্রতিনিধি। অবশেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ক্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে উইকেটের দেখা পেয়েছেন। এতে পাঁচ শ’র মাইলফলক থেকে মাত্র ১ উইকেট দূরে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

৪৫৫ ম্যাচে বাংলাদেশের এই কিংবদন্তির উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে কেবল ৪ জনের—রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯) ৫০০ বা তার বেশি উইকেট আছে।

সাকিবের উইকেট পাওয়ার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও অবশ্য রোমাঞ্চকর জয় পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৬ রান তোলে দলটি। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগো, ৮ রানের এই জয়ে শীর্ষে উঠেছে সাকিবরা।

বল হাতে মাত্র এক ওভার করেছিলেন সাকিব। ২ রান খরচায় নেন ১ উইকেট। অবশ্য ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। ১৩ বল মোকাবিলায় মোটে ৭ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা: ২০ ওভারে ১৬৭/৬ (অ্যালেন ৪৫, ইমাদ ৩৯*, অ্যান্ড্রু ২২; তারিক ২/৩৭, এডওয়ার্ড ২/৫৬)।
ত্রিনবাগো: ২০ ওভারে ১৫৯/৬ (মানরো ৪৪, পোলার্ড ৪৩*, কার্টি ৩৫; ম্যাকয় ৪/৩৯, সাকিব ১/২)।
ফল: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ওবেদ ম্যাকয়।


সর্বশেষ সংবাদ