ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন? তুরস্ক নাকি ইংল্যান্ড প্রশ্নে একরাশ ক্ষোভ ঝাড়লেন তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয়  © টিডিসি

তৌহিদ হৃদয় এখন কোথায়- এমন প্রশ্নে একরাশ ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় ক্রিকেটার তৌহিদ হৃদয়। বিষয়টি পরিষ্কার করে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়ের অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এই ক্রিকেটার।

তৌহিদ লিখেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন! ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

২০২৩ এর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপরীতে খেলার জন্য বাংলাদেশ দলের একদিনের আন্তর্জাতিক স্কোয়াডে তৌহিদের নাম ভূক্ত হয়। ২০২৩ এর মার্চে, একই সিরিজের জন্য তাকে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়। ৯ মার্চ ২০২৩ তারিখের সিরিজের প্রথম টি২০আই খেলায় তার অভিষেক হয় ইংল্যান্ডের বিপরীতে। ১৮ মার্চ ২০২৩ তারিখে, আয়ারল্যান্ডের বিপরীতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তার অভিষেক হয়। অভিষেক খেলায় হৃদয় ৯২ রান সংগ্রহ করে, যা কোন বাংলাদেশী ব্যাটসম্যান হিসাবে অভিষেক খেলায় একক সর্বোচ্চ রানের মাইলফলক তৈরি করেন।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!