৪৬ বছরেও স্বপ্নের ভেতর বাঁচতে চান ইমরান

১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM
ইমরান তাহির

ইমরান তাহির © সংগৃহীত

ক্রিকেটে সাধারণত চল্লিশ উর্ধ্ব ক্রিকেটার খুব একটা দেখা যায় না। আর ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এমন সময়ে খেলতে পারাটা তো রীতিমত দুষ্কর। তবে সেই চ্যালেঞ্জটাই প্রতিনিয়ত নিচ্ছেন ইমরান তাহির। যদিও ৪৬ বছর বয়সী এই ক্রিকেটারের দাবি, তিনি এখনো অনেক কিছু শিখছেন। অবশ্য এই বয়সে নিজের ফিটনেস ধরে রাখাটা বেশ কঠিন, এমনটাও স্বীকার করলেন তিনি।

ইমরানের ভাষ্য, 'কাজটা কঠিন (শরীর ঠিক রাখা)। তবে একদিক থেকে আমি সৌভাগ্যবান যে ট্রেনিংয়ের বেশি সময় এখন পাই। এটা আমাকে বাড়তি সুবিধা দেয়। আমি নিজের দেখভাল ভালোভাবে করি। খাওয়া ঠিক রাখি, ঠিক সময়ে ঘুমাই ও নিজের কাজের প্রতি অনুগত থাকি। এরপর যখন মাঠে নামি, জানি যে দলের জন্য শতভাগ দিতে পারব আমি।'

২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক ইমরানের। এখন পর্যন্ত খেলেছেন ৪৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। তার নামের পাশে ৫৪৭টি উইকেট রয়েছে, যা এই সংস্করণে চতুর্থ সর্বোচ্চ। তবে এখনও লার্নিং পিরিয়ডে আছেন বলে দাবি তার।

ইমরান বলেন, 'সবসময় শেখার প্রক্রিয়ায় থাকতে হয়। কে কতটা ভালো, এটা গুরুত্বপূর্ণ নয়, খেলাটা নিয়ে প্রতিটি দিন শিখতে হয়। ক্যারিয়ারজুড়ে এটিই আমাকে শিখিয়েছে এই খেলা। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই সময়ে স্পিনাররা বড় ভূমিকা রাখে, কাজেই স্কিলের উন্নতি প্রতিনিয়ত করতে হয়।'

তিনি আরও বলেন, 'আমি এমন একজন, যে সাফল্য পেয়েছে অনেক দেরিতে। আজ আমি যে পর্যায়ে আছি, এমন স্বপ্নের জায়গায় আসার পর সেটি আর ছাড়তে ইচ্ছে করে না। যতটা সম্ভব, এই স্বপ্নের ভেতর থাকতে চাই, খেলে যেতে চাই। যখন খেলি, চেষ্টা করি নিজের সবটুকু উজাড় করে দিতে। সেটা অবশ্যই প্রবল তাড়না থেকেই থাকে। কোনো কিছুর প্রতি সত্যিকারের আবেগ না থাকলে সেখানে সফল হওয়া যায় না।'

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9