তারকাহীন স্কোয়াডে এশিয়া কাপে আফগানিস্তান, নেই মুজিব-নাজিবউল্লাহ

০৫ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM
আফগানিস্তান দল

আফগানিস্তান দল © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে পড়েছে আফগানিস্তান। হংকং ম্যাচ দিয়ে আসরে নিজেদের অভিযান শুরু করবে আফগানরা। এই গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত গ্রুপ-এ’তে রয়েছে। তাদের সঙ্গে এই গ্রুপে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অবশ্য আফগানদের প্রাথমিক স্কোয়াডেই একাধিক চমক।

এদিকে এশিয়া কাপের মূল পর্বের আগে স্বাগতিক ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানরা। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিয়মিত অধিনায়ক ও তারকা লেগস্পিনার রশিদ খানই নেতৃত্বে থাকছেন। তবে স্কোয়াডে জায়গা পাননি আরেক তারকা স্পিনার মুজিব-উর-রহমান।

সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। অবশ্য অনেকদিন আগেই মাঠে ফিরেছেন ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই তারকা। সম্প্রতি ঘরোয়া লিগেও খেলেছেন ২৪ বছর বয়সী এই তারকা। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৯ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া লোয়ার-অর্ডারে তার ব্যাট থেকে ৪ ইনিংসে ৪৮ রানও এসেছে। এরপরও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি তার।

আফগানদের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটার নাজিবউল্লাহ জাদরানও স্কোয়াডে নেই। স্কোয়াডে জায়গা পাওয়া সদস্যদের চেয়ে ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটে বেশ এগিয়ে তিনি। ১০৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৭ দশমিক ৮০ স্ট্রাইকরেট ও ২৯ গড়ে তার ঝুলিতে ১ হাজার ৮৩০ রান রয়েছে। এরপরও প্রাথমিক স্কোয়াডে তাকে বিবেচনায় রাখেননি নির্বাচকরা।

আগামী ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে রশিদ খানের দল। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৮ সেপ্টেম্বর আফগানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9