গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ   © সংগৃহীত

মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১ নম্বরে ঘটনাটি ঘটেছে। পরে রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন বাদী সিফাতুর রহমান সৌরভ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অবশ্য মারধরের ঘটনা অস্বীকার করেছেন তাসকিন। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেছেন জাতীয় দলের এই পেসার।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অনুরোধ করেন তিনি।

তাসকিনের সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না:
আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয়, এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কে-ও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)
আশা করি, সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!