পাকিস্তান শিবিরে প্রথম আঘাত তাসকিনের 

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ
পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ  © টিডিসি সম্পাদিত

ইনিংসের প্রথম ওভারেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। তবে ওপেনার ফখর জামানের লোপা ক্যাচ ছেড়ে দেন তাসকিন আহমেদ। এবার সেই আক্ষেপ ঘোচালেন এই পেসার। পাকিস্থান শিবিরে প্রথম আঘাত এনেছেন তিনি। ওপেনার সাইম আইয়ুবকে মোস্তাফিজের মুঠোবন্দি করে প্যাভিলিয়নের পথে দেখিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দুই ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯ রান। 

রবিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। প্রথম ওভারেই দারুণ সুযোগ তৈরি করেছিলেন শেখ মেহেদী।

তবে মেহেদীর বলে শর্ট ফাইন লেগে ফখর জামানের সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন। অবশ্য পরের ওভারেই সেই ভুলের কিছুটা ক্ষতিপূরণ করেন এই পেসার। নিজের ওভারে সাইম আইয়ুবকে ফেরান তিনি। ডিপ ফাইন লেগে মোস্তাফিজ কোনো ভুল না করে নিখুঁত ক্যাচ ধরেন। সাইম ৪ বল খেলে করেন ৬ রান।


সর্বশেষ সংবাদ