ঐতিহাসিক সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন টাইগাররা

টি–টোয়েন্টি সিরিজ জয়
টি–টোয়েন্টি সিরিজ জয়  © সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়কে জুলাই শহীদদের উদ্দেশে উৎসর্গ করল বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান ও তানজিদ হাসানের অনন্য পারফরম্যান্সে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

শ্রীলংকায় ঐতিহাসিক এ সিরিজ জয় জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেন, আমরা এ সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।

লিটন আরো বলেন, এ সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।

শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।


সর্বশেষ সংবাদ