৬ বলে ৬ ছক্কা হাঁকাতে ক্রিকেটারদের স্কিলের উন্নতির তাগিদ কোচের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ২২ মে ২০২৫, ১২:৩৭ PM
সিরিজ হার এড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম চারদিনের ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
বুধবার (২১ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৭০ রানে হারে দ্বিতীয় সারির বাংলাদেশ দল। এই দলের বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর আগে, তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এদিকে মঙ্গলবার (২০ মে) দলীয় অনুশীলন শেষে ক্রিকেটারদের স্কিলের উন্নতির তাগিদ দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল।
তার ভাষ্যমতে, আরও স্কিলফুল হতে হবে, আমাদের খেলোয়াড়দের। আপনি অনেক সুসজ্জিত, আপনার কাছে সব রকমের অস্ত্র আছে। আপনি কি তখন ভয় পাবেন? আর যদি আপনি আধা আধা অস্ত্র নিয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে কিছু সময় লুকাতে হবে। আমি স্কিলের দিকেই জোর দেব। আমাদের অনেক বেশি দক্ষ হতে হবে। তাহলেই....।'
বাবুল আরও বলছিলেন, 'আপনি দেখেন... আমরা ৬ মারার বল ৬টা থাকলে ৩টা মারতে পারছি আর ৩টা পারছি না। এটাই স্কিল ডেভলপের জায়গা যে আমি ৬টা বলের মধ্যে ৫টা ছক্কা মারতে পারছি না। আবার ইয়োর্কার মারা দরকার। কিন্তু ওই চাপের মুহূর্তে আমরা ইয়োর্কার মারতে পারছি না। এই স্কিল ডেভলপের জন্য যা যা করা দরকার, তা-ই করতে হবে।'
তিনি যোগ করেন, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ম্যাচই বেশি খেলতে হবে, তাতে পরিবেশটা তৈরি হবে। ম্যাচের সময় একটা চাপ তৈরি হয়, সেটাতে মানিয়ে নিতে ম্যাচ খেলতে হবে, তখন স্কিলগুলো ডেভলপ হবে৷