ক্রিকেটারদের অতিরিক্ত চাপ দিতে চান না বিসিবি সভাপতি

০১ জুন ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০৮:৩৬ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

চলতি বছরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। একের পর এক সিরিজে পরাজয়, বোর্ডে রদবদল; সবমিলিয়ে নানা কারণে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার দু'দিন পর রোববার (১ জুন) ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বুলবুল। এ সময়ে ক্রিকেটারদের বাড়তি চাপ না দেওয়ার কথা জানান তিনি।

এ নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনো চাপ না দেওয়ার। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলব। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

টাইগারদের পারফরম্যান্স নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দু’দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারব। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে... গ্রাফ উপরের দিকে যাবে... যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব থাকে, তারা আমাদের জানাবে... এখন পর্যন্ত আমরা কিছু জানি না।’ 

এদিকে আগামী ১০ জুন ঘরের মাঠে এএফসি বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে বেশ উন্মাদনা চলছে। আসন্ন এই ম্যাচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আজ মিটিংয়ের অন্যতম বিষয়ই ছিল, কিভাবে আমরা টিকিট পেতে পারি। আমাদের দেশেরই স্পোর্টস ফুটবল... ক্রিকেট খেলা দেখতে আসেন ফুটবলাররা। আমরাও যাব এই খেলা দেখতে। পুরো দেশবাসীর কাছে দোয়া করব, আমরা যাতে ভালো খেলতে পারি এবং জিততে পারি।’

মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!