ডাম্বুলায় ‘ডু অর ডাই’ আজ, সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

১৩ জুলাই ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:০৮ AM
আজ সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

আজ সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ © ফাইল ফটো

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও হারের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কা দাপট দেখিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। আজ রবিবার (১৩ জুলাই) ডাম্বুলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এটি বাংলাদেশের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ, আজ হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লঙ্কানরা।

বাংলাদেশ আজ মাঠে নামবে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুই দলের মধ্যকার ম্যাচটি।

প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫০-এর ঘর ছুঁলেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভালো শুরু পেলেও মিডল অর্ডারে ব্যর্থতার কারণে বড় স্কোর গড়া হয়নি। বিশেষ করে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টির মতো আগ্রাসী ব্যাটিং করতে পারেননি। শেষ দিকে শামীম পাটোয়ারী ঝড় তুললেও, তাকে মিরাজের আগে না পাঠানো নিয়ে চলছে সমালোচনা।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছিল ধস। পেসারদের পারফরম্যান্স হতাশাজনক। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব বল হাতে দলকে ব্রেকথ্রু এনে দিতে ব্যর্থ হন। সবমিলিয়ে, গত ম্যাচের ভুল শুধরে আজ সিরিজে ফিরতে মরিয়া থাকবে বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাঁ ঊরুর চোটে প্রথম ম্যাচে খেলতে না পারা জাকের আলী অনিক দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন। তবে চিকিৎসকদের পরামর্শ, উইকেটকিপিং ছাড়া ফিল্ডিং করতে পারবেন না তিনি। ফলে কিপিংয়ের দায়িত্ব নিতে হলে অধিনায়ক লিটনকে জায়গা ছাড়তে হতে পারে—যা নিয়ে রয়েছে দ্বিধা।

ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। গত বছর এই মাঠে দুটি ২০০-র বেশি রানের ইনিংস দেখা গেছে। স্পিন কিছুটা সহায়তা পেলেও, বড় স্কোর গড়ার সুযোগ থাকছেই। স্বস্তির খবর, লঙ্কান লেগ স্পিনার ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে তাতে শ্রীলঙ্কার বোলিং শক্তি খুব একটা কমছে না—বাংলাদেশি ব্যাটারদের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা।

বাংলাদেশ এর আগে কখনো এই মাঠে টি-টোয়েন্টি খেলেনি, যদিও পাঁচটি ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা আছে। নতুন ভেন্যুতে মানিয়ে নেওয়া ও প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করাই হবে মূল চ্যালেঞ্জ।

শেষ পর্যন্ত, বাংলাদেশ কি আজ হতাশা কাটিয়ে সিরিজে সমতায় ফিরবে? নাকি আরেকটি সিরিজ হারের হতাশা নিয়ে ফিরবে লিটনরা? উত্তর দেবে আজকের রাত।

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9