সাকিবকে মিস করছে বাংলাদেশ, বললেন সতীর্থরা

১১ জুলাই ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

তারকা ক্রিকেটারদের নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে পৌঁছানো যায় না। সাকিব আল হাসান সে রকমই এক নাম, যিনি বারবার প্রমাণ করে দেন—সমালোচনার জবাব মাঠেই দিতে হয়। অফফর্ম, বিরতি, কিংবা বিতর্ক—যাই থাকুক না কেন, তিনি ফিরে আসেন নিজের চেনা রূপে।

দীর্ঘ  বিরতির পর মাঠে ফিরে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন তিনি।

ব্যাট হাতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিশেষ করে ইনিংসের পঞ্চম ওভারে টানা দুই বলে উইল ইয়ং ও ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করে চমকে দেন সবাইকে। এরপর বোল্ড করেন জশ ক্লার্কসন ও উইলিয়াম ক্লার্ককে।

সাকিবের এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস নিজের ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে লিখেন, ‘কিছু বলার নাই...’।

ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন, একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’ অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানসহ সাকিবের ছবি পোস্ট করেন নাসির হোসেনও। ক্যাপশনে লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’

সাকিবের নেতৃত্বে সেদিন ২২ রানে জয় পায় দুবাই ক্যাপিটালস। আর সেই রাতেই বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে যায় পাল্লেকেলেতে, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। সাকিবের মাঠ কাঁপানো পারফরম্যান্স আর জাতীয় দলের পরাজয়—দুটি ঘটনা এক রাতে, যেন একটিই বার্তা দেয়: সাকিবই আলাদা।

 

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9