বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হতে পারেন কোহলির সতীর্থ

যশ দয়াল ও বিরাট কোহলি
যশ দয়াল ও বিরাট কোহলি   © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে বেশ পরিচিত মুখ যশ দয়াল। কয়েকদিন আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপাও জিতেছেন। তবে এরই মাঝে বাঁহাতি এই পেসারের নাম জড়িয়েছে বিব্রতকর এক কাণ্ডে। সম্প্রতি তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযাগ তুলেছিলেন এক তরুণী।

এ ঘটনায় ২৭ বছর বয়সী এই পেসারের বিরুদ্ধে এফআইআর-ও হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ। অভিযোগ প্রমাণিত হলেই গ্রেপ্তার হতে পারেন তিনি।

গাজিয়াবাদ পুলিশ জানায়, আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান নথিভুক্ত করাবেন ওই তরুণী। এরপর শারীরিক পরীক্ষাও করা হবে। 

জানা গেছে, দয়ালের বিরুদ্ধে কিছু প্রমাণও জমা দিয়েছেন সেই তরুণী। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে পুলিশ। তবে ম্যাজিস্ট্রেটের সামনে যতক্ষণ না সেই তরুণী বয়ান দিচ্ছেন, ততক্ষণ দয়ালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

গেল ২৮ জুন সেই তরুণীর অভিযোগটি প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনলাইনে অভিযোগ করেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে ২১ জুলাইয়ের মধ্যে তদন্তের শেষ করার নির্দেশ দেওয়া হয়।

ওই তরুণী জানান, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। সে সময়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। অতীতে আরও অনেক নারীর সঙ্গে একই কাজ করেছেন বলেও অভিযোগ তোলেন সেই তরুণী। সব চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ওই তরুণী।

তরুণী জানিয়েছিলেন, ২০২০ সালে দয়ালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার আলাপ হয়। দয়ালের বাড়িতে অনেকবার তিনি থেকেছেন বলেও দাবি করেন। ২০২২ সালের আইপিএল ফাইনালও দেখতে গিয়েছিলেন তিনি। তরুণীর অভিযোগ, তিনি ছাড়া আরও তিন নারীর সঙ্গে সম্পর্ক ছিল দয়ালের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence