টেস্টে যেসব রেকর্ড গড়ে বিদায় নিলেন কোহলি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৪:৩৬ PM
প্রায় ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ক্যারিয়ারের ১২৩ টেস্টে ব্যাটার ও অধিনায়ক হিসেবে বহু রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। ব্যাটার হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ রানের মালিক হলেও টেস্টে দেশসেরা অধিনায়ক কিং কোহলি।
অধিনায়ক হিসেবে ভারতকে সর্বোচ্চ ৬৮ টেস্টে নেতৃত্ব দেওয়া কোহলি সর্বোচ্চ ৪০ জয়ও পেয়েছেন। ২০১০ সালের পর অন্তত ৫০ টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোন দলের অধিনায়ক এত বেশি টেস্ট জিততে পারেননি।
কোহলির অধিনায়কত্বে দ্বিতীয় সেরা রেকর্ড ভারতীয় পেসারদের। ২৬ গড়ে ৫৯১ উইকেট শিকার করেছেন ভারতীয় পেসাররা। স্ট্রাইক রেট ৫১ দশমিক ৮৪। এর চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ভিভ রিচার্ডসের। আশির দশকে রিচার্ডসের পেসারদের স্ট্রাইক রেট ছিল ৫১ দশমিক ৩৯।
ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৯ হাজার ২৩০ রান নিয়ে তালিকার চতুর্থস্থানে কোহলি। ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ শতক।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচবার এক বর্ষপঞ্জিতে সর্বাধিক টেস্ট রান করেন কোহলি। টানা দুই বর্ষপঞ্জিতে ৭৫ বা এর বেশি গড়ে এক হাজার রান করেছেন কোহলি। টেস্ট ইতিহাসে এটি রেকর্ড।
ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন কোহলি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেছিলেন তিনি।
ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি করেন কোহলি। টেস্টে অধিনায়ক হিসেবে ভারতের কেউই এত বেশি সেঞ্চুরি করতে পারেননি। সব মিলিয়ে ২৫ সেঞ্চুরি নিয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫ হাজার ৮৬৪ রানও কোহলির। টেস্ট অধিনায়ক হিসেবে তার রান চতুর্থ সর্বোচ্চ।
টেস্টে মোট ৭টি ডাবল-সেঞ্চুরি করেছেন কোহলি; যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটে তার অভিষেকের পর আর কোন ব্যাটার এত বেশি ডাবল-সেঞ্চুরি করতে পারেনি।
ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ৬৮ টেস্টে টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্টে টানা ৪ সিরিজে ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ড বিরাট কোহলির।
ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টও কোহলির। ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি।
এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিলেন কোহলি।
অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড কোহলির দখলে।