সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন

টসের সময় দুই অধিনায়ক
টসের সময় দুই অধিনায়ক  © সংগৃহীত

প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজ। এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার তাসকিন আহমেদ একাদশে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে আরেক পেসার হাসান মাহমুদ বাদ পড়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

চোট শঙ্কা কাটিয়ে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলে আছেন। তবে দীর্ঘদিন পর ওয়ানডে স্কোয়াডে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়ল মোহাম্মদ নাঈম শেখের। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। 

এর আগে, লঙ্কানদের কাছে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। সেদিন অবিশ্বাস্য ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের দারুণ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

টাইগারদের ওয়ানডে ইতিহাসে পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচের সিরিজ জিতেছে তারা। সেটিও ২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। যদিও ২০১৩ এবং ২০১৭ সালে দু’বার লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। ওই দুটি সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সবশেষ ২০১৯ সালে লঙ্কানদের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

তবে এবার হোয়াইটওয়াশের চিন্তা নেই বাংলাদেশের। অবশ্য ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের। এক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে শেষ দুই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারে লাল-সবুজেরা। ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে তাদের বিপক্ষে ওই দুটি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শান্ত-তাসকিনরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

বিস্তারিত আসছে... 


সর্বশেষ সংবাদ