অবশেষে বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে কখন

রিশাদ হোসেন
রিশাদ হোসেন   © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফের ডাক পেয়েছেন রিশাদ হোসেন। গত মৌসুমেও তাকে দলে নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, তবে এনওসি না পাওয়ায় খেলা হয়নি। এবার টানা দ্বিতীয়বার তাকে দলে নিয়ে মাঠের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিগ ব্যাশের ১৫তম আসর শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। রিশাদের দল হোবার্ট হারিকেন্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর, প্রতিপক্ষ সিডনি থান্ডার।

বিগ ব্যাশের এবারের মৌসুমে থাকবে মোট ৪৪টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স মুখোমুখি হবে।

গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। হোবার্ট হারিকেন্স ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর, এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি মাঠে নামবে। প্রথম রাউন্ড শেষ হবে ১৮ জানুয়ারি। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব—২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট, ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার এবং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

এর আগে, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছেন। এরপর দ্বিতীয় নাম ছিল রিশাদ হোসেনের। তবে বিপিএলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে খেলার অনুমতি পাননি তিনি। ফলে হোবার্ট হারিকেন্সে চুক্তি থাকা সত্ত্বেও মাঠে নামা হয়নি তার।

২০২৫-২৬ বিগ ব্যাশে হোবার্টের ম্যাচসূচি
তারিখ                        প্রতিপক্ষ  
১৬ ডিসেম্বর              সিডনি থান্ডার
১৮ ডিসেম্বর               মেলবোর্ন স্টারস
২১ ডিসেম্বর               মেলবোর্ন রেনেগেডস
২৬ ডিসেম্বর              পার্থ স্কচার্স
২৯ ডিসেম্বর               মেলবোর্ন রেনেগেডস
১ জানুয়ারি                 পার্থ স্কচার্স
৩ জানুয়ারি                সিডনি থান্ডার
৯ জানুয়ারি                অ্যাডিলেড স্টাইকার্স
১১ জানুয়ারি               সিডনি সিক্সার্স 
১৪ জানুয়ারি               ব্রিসবেন হিট 


সর্বশেষ সংবাদ