তাসকিনের জোড়া আঘাত, চাপে শ্রীলঙ্কা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশ। এতে চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেয়ে যায় সফরকারীরা। তানজিমের সাকিবের পর জোড়া উইকেটের দেখা পেয়েছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ।
শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করে যাচ্ছিলেন তাসকিন। প্রথম ওভারই ছিল মেডেন। এরপরও ধারাবাহিকভাবে চাপ বজায় রাখেন ডানহাতি এই পেসার। অবশেষে সেই চাপেই এলো জোড়া সাফল্য।
তাসকিনের অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে মাদুস্কার স্ট্যাম্প ভেঙে যায়। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন এই লঙ্কান ওপেনার।
তাসকিনের সাফল্যের পরের ওভারেই ১৪ রান হজম করেছিলেন তানজিম, এতে কিছুটা চাপমুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। তবে সেই আশা টিকতে দেননি তাসকিন। ফের লঙ্কান শিবিরে আঘাত হানলেন ডানহাতি এই পেসার।
তার বাউন্সি ডেলিভারিতে মিড-অফে দাঁড়ানো মিরাজের হাতে সহজ ক্যাচ দেন কামিন্দু মেন্ডিস। কোনো রান না করেই ফিরতে হয় তাকে।
এতে ম্যাচের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। ক্রিজে রয়েছেন আসালঙ্কা (০) ও মেন্ডিস (২০)।
এর আগে, চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন তানজিম। অফ স্টাম্পের অনেক বাইরে থাকা বলটি পেস ও অতিরিক্ত বাউন্সে বিভ্রান্ত হন ওপেনার পাথুম নিশাঙ্কা। কাট করতে গিয়ে ব্যাটে ঠিকঠাক বল লাগাতে পারেননি, উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। ৮ বল খেলে ০ রানে ফেরেন তিনি।