এক টেস্টে দুই ইনিংসে শতক, পন্তের রেকর্ডের ছড়াছড়ি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
হেডিংলি টেস্টে যেন নিজের ক্যারিয়ারের সেরা চিত্রনাট্য লিখলেন ঋষভ পন্ত। এক ম্যাচে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন। শুধু শতক নয়, তার ব্যাট থেকে উঠে এসেছে একের পর এক রেকর্ড, যা ভারতের ক্রিকেট ইতিহাসেই বিরল।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে আজ টেস্টের চতুর্থ দিনে অনন্য এক কীর্তিই গড়ে ফেললেন পন্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটসম্যান তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আছে সুনীল গাভাস্কারের (৩), দুবার আছে রাহুল দ্রাবিড়েও। একবার করে এমন কীর্তি আছে বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মার।
পন্তের সৌজন্যে ইংল্যান্ডে ভারতের কোনো ব্যাটসম্যান এই প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। তবে ভারতের এই উইকেটকিপার–ব্যাটসম্যান একটা জায়গায় সব ভারতীয়ের চেয়ে আলাদা। এমনকি পুরো ক্রিকেট ইতিহাসেই তার আগে এমন অর্জন ছিল আর একজনের।
উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তাঁর পাশে বসলেন পন্ত।
হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি সেঞ্চুরি দেখেছে ভারত—এর আগে দেশটির ইতিহাসে কখনো এমন কিছু দেখা যায়নি। পন্ত ছাড়াও সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল ও শুভমান গিল।