চমক রেখে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৯:১৩ AM
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছেন নাঈম শেখ। এরপর প্রায় দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে তিনি। যদিও একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এই ওপেনার।
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদে এবার লাল-সবুজের জার্সিতে ফের ডাক পড়ল তার। তাকে জায়গা দিতে সৌম্য সরকার বাদ পড়েছেন।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এই স্কোয়াড ঘোষণা করেন।
স্কোয়াডে ওপেনিংয়ে আরো আছেন- তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও নাঈম। এছাড়া টপ ও মিডল-অর্ডারের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও লিটন দাস।
এদিকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে পাঁচজন পেসার রাখা হয়েছে। চোট থেকে সেরে ওঠা তাসকিন আহমেদও ডাকা হয়েছে। স্পিনার হিসেবে রিশাদ হোসেন ও তানভির ইসলাম জায়গা পেয়েছেন।
আগামী ২ জুলাই থেকে অনুষ্ঠেয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যা এই সংস্করণে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম অ্যাসাইমেন্ট।
আগামী ২৫ জুন শুরু হবে কলম্বো টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই একদিনের ম্যাচগুলো গড়াবে। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দল দুটি।
একনজরে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।