টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৫:৫৬ PM
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পরই টেস্ট দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা সফর শেষে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানাবেন শান্ত। তবে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট শেষে নাকি এরপর থেকে বিষয়টি কার্যকর হবে, সেটা বোর্ডের সঙ্গে শান্তর আলোচনার ওপর নির্ভর করছে। তবে সূত্রটি শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে যে সম্প্রতি ঘটে যাওয়া নানান ঘটনায় নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ় বাঁহাতি এই ব্যাটার।
সূত্রের ভাষ্যমতে, “আমার মনে হয় না, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়—এটাই আমার ধারণা।”
এর আগে স্বেচ্ছায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত, যেন ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে পারেন। তবে বোর্ডকে জানান যে টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান তিনি। সে অনুযায়ী, দায়িত্বও পালন করছিলেন।
তবে চলতি মাসের ১২ তারিখে একটি জরুরি জুম মিটিংয়ে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে এক বছরের জন্য দায়িত্ব দেয় বিসিবি । যদিও সিদ্ধান্তটি বোর্ডের নিয়মিত সভার এজেন্ডায় ছিল না। বরং শান্তকে বিষয়টি জানানো হয়, যে সময়ে তিনি জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে ওয়ানডে দল গঠনের জন্য বৈঠকে বসতে যাচ্ছিলেন। এতে অত্যন্ত অপমানিত বোধ করেন শান্ত।
যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, এ সিদ্ধান্ত শান্ত ভালোভাবেই মেনে নিয়েছেন। তার (বুলবুল) ভাষায়,“বোর্ডের সব সদস্যের সম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেয়েছি তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক থাকুক। এতে করে শান্ত টেস্ট ও টি-টোয়েন্টিতে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবেন।”
তিনি আরও দাবি করেন, “একজন সদস্য শান্তকে সিদ্ধান্তটি জানিয়েছেন এবং শান্ত তা করিডোরিয়ালভাবে গ্রহণ করেছেন। হয়তো কিছু ভুল তথ্য বা গুজবের কারণে পরিস্থিতি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।”
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষেই শান্ত অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন। তবে তিনি কখন এটি প্রকাশ্যে আনবেন, তা নির্ভর করছে বোর্ডের সঙ্গে তার শেষবারের আলোচনার ওপর। এদিকে, টেস্ট অধিনায়কত্ব কে নেবেন বা শান্ত দলের ভবিষ্যতে কোন ভূমিকায় থাকবেন—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে।