গুজরাটে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে এক ক্রিকেটারেরও

১৭ জুন ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৩:৩২ PM
দির্ধ প্যাটেল

দির্ধ প্যাটেল © সংগৃহীত

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোদের একজন ছিলেন ২৩ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার দির্ধ প্যাটেল। গত বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটে উঠেছিলে তিনি। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আকাশে ওড়ার মাত্র এক মিনিটের মাথায় ২৪১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। সে সময় মৃত্যু হয় তার। 

জানা গেছে, এ তরুণ ক্রিকেটার ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এমএসসি করেছেন। খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে। এটি ইংল্যান্ডের একটি ক্লাব। তাদের নারী, পুরুষ ও শিশুদের জন্য কয়েকটি ক্রিকেট ফুটবল ও রাগবি দল আছে। 

দির্ধ প্যাটেলের মৃত্যুর খবরে শোক জানিয়েছে লিডস মডার্নিয়ান্স ক্লাব। ২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন দির্ধ। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন খবরে আমরা ভীষণ মর্মাহত। ক্লাবের প্রতিটি সদস্য দির্ধের পরিবার ও কাছের মানুষের পাশে রয়েছে।’

দির্ধর শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও ইঞ্জিনিয়ারিং স্কুলের রিডার ড. জর্জ বারজিয়ানিস  বলেন, ‘দির্ধ ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি সব সময় জিজ্ঞাসু মানসিকতার ছিলেন। ক্লাস চলাকালে তিনি আমার কাছে এসে এমন সব প্রশ্ন করতেন, যা তাঁর গভীর বোঝাপড়া প্রমাণ করত। প্যাটেল স্নাতকোত্তর শেষে নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও যাঁরা তাঁকে চেনেন, সবার প্রতি আমার গভীর সমবেদনা।’

 

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!