ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১১:৫২ AM
ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও বাকযুদ্ধ চলছেই। এমন অবস্থায় আরেকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাক বিমান বাহিনী। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সৃষ্ট সংঘাতের সময় পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট ভূপাতিত করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নতুন এই তথ্য যুক্ত হওয়ায় ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। বৃহস্পতিবার (১৫ মে) কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই দাবি করেন।
শেহবাজ শরিফ বলেন, ‘এই ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ যুদ্ধ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, কামরায় ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব, নিখুঁত দক্ষতা ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ে দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।
শেহবাজ বলেন, ‘ভারতের অকারণ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের দ্রুত ও পরিকল্পিত জবাব শুধু হুমকিটিকে নিরসনই করেনি, বরং শত্রুপক্ষের সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। এটি প্রমাণ করেছে—দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি অটুট।’
বিবৃতিতে আরও বলা হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র বাহিনীর সতর্কতা ও সাহসিকতায় পুরো জাতি গর্বিত। আবারও প্রমাণ হয়েছে—পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোর, সময়োপযোগী ও নির্দয়ভাবে দেওয়া হবে।’