ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ, কিন্তু সব পাইলট বাড়িতে ফিরেছেন: ভারতীয় বিমানবাহিনী

১২ মে ২০২৫, ০৩:৪৩ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল যুদ্ধবিমান © রয়টার্স

পাকিস্তানে অভিযানের সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইসলামাবাদ। পাকিস্তানের এমন দাবির মুখে ভারতের বিমান বাহিনী বলেছে, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ, তবে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব পাইলট ঘরে ফিরেছেন।’ রবিবার (১১ মে) নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কি না—এমন প্রশ্নে ভারতীয় বিমান বাহিনী এই কথা জানায়।

সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধের অংশ হিসেবেই ক্ষয়ক্ষতি ঘটে,’। তবে কোনো বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে এই সপ্তাহের সংঘর্ষের পরে তাদের সব পাইলটই বাড়ি ফিরে এসেছেন। 

পাকিস্তানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বুধবার রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি।

একইদিন ভারতীয় কাশ্মীরে চারজন সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কেন্দ্রীয় অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ভারত জানিয়েছিল, তারা সীমান্তের ওপারে নয়টি পাকিস্তানি ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এরআগে ভারত পাকিস্তানের লক্ষ্যস্থলগুলোতে স্থানীয় সময় বুধবার রাত ১টা ৫ মিনিট থেকে হামলা শুরু করেছিল বলে জানিয়েছে। একই দিন দুই দেশের জঙ্গিবিমানের সংঘর্ষে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনের নির্মিত জে-১০ যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬