দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান © সংগৃহীত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। আর বড় লক্ষ্য তাড়া করতে নেমে রান পাহাড়ে চাপা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা। রিশাদ হোসেন-হাসান মাহমুদদের এমন সাদা-মাটা বোলিংয়ে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। আজ পাকিস্তানের হয়ে রান করেছেন তিনজন। ফখর জামানের জায়গায় খেলা সাহিবজাদা ফারহান খেলেছেন ৪১ বলে ৭৪ রানের ইনিংস। ৬ ছক্কা আর ৪ চারে খেলা ইনিংসটির পথে অবশ্য দুবার ক্যাচ দিয়ে বেঁচেছেন তিনি।
আরও পড়ুন: যে ফোন কল পেয়ে বিসিবির দায়িত্ব নিতে রাজি হন বুলবুল
দ্বিতীয় উইকেটে ফারহানের সঙ্গে ১০৩ রানের জুটিতে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ হারিস। ২৫ বলে ৪১ রান করেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। আর শেষ দিকে পাকিস্তানকে দুই শ পার করানোতে মূল ভূমিকা হাসান নওয়াজের। ২৬ বলের ইনিংসে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি।
বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান। আরেক পেসার শরীফুল ইসলাম অবশ্য মাত্র তিন বল করার পর চোটের কারণে মাঠ ছেড়ে গেছেন।
২০২ রানের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবেন লিটনরা। দেখা যাক, কী করতে পারেন তারা। তবে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবেন, এটা বলা যায়।