বাংলাদেশকে দুই শ' ছাড়ানো লক্ষ্য দিল পাকিস্তান

হাসান নাওয়াজ
হাসান নাওয়াজ   © সংগৃহীত

ইনিংসের প্রথম দুই ওভারে দলীয় ৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল পাকিস্তান। তবে টপ-অর্ডারের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতেই দলীয় পঞ্চাশ পেরোয় স্বাগতিকরা। এরপর মির্ডল-অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে বড় ইনিংসের স্বপ্ন মজবুত করে দ্য গ্রিন ম্যানরা। শেষমেশ বাংলাদেশের বিপক্ষে দুই শ' ছাড়ানো পুঁজি পেয়েছে সালমান আলির দল।

বুধবার (২৮ মে) লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। দলের হয়ে এক ছক্কা ও ৮ চারে ৩৪ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন সালমান আলি।

ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই সাইম আইয়ুব এবং ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান।

তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে নেন মোহাম্মদ হারিস ও সালমান আঘা। তবে ৪ চার ও এক ছক্কায় ১৮ বলে ৩১ রান করে হারিস ফিরলে ভাঙে এই জুটি। হাফ-সেঞ্চুরির পর পাকিস্তান অধিনায়কও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে ফেরেন তিনি। 

এরপর ঝোড়ো ইনিংসে বড় পুঁজির স্বপ্ন জিইয়ে রেখেছিলেন হাসান নেওয়াজ। সাজঘরে ফেরার আগে ৪ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন মিডল-অর্ডার এই ব্যাটার।

শেষদিকে শাদাব খানও রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় সফল হন। ২৫ বলে ৪৮ রান যোগ করেন তিনি। ৫ চারের সঙ্গে দুটি ছক্কাও হাঁকান তিনি।

বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদী ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি, শরিফুল ৩ ওভারে ৩২ রান খরচায় দুটি উইকেট শিকার করেন। এছাড়া হাসান, তানজিম, রিশাদ ও শামীম একটি করে উইকেট শিকার করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!