ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের আহ্বান জি ৭ -এর

জি-৭ ভুক্ত দেশগুলো
জি-৭ ভুক্ত দেশগুলো  © সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের প্রধান সাতটি অর্থনৈতিক শক্তির জোট জি৭। এক যৌথ বিবৃতিতে জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের প্রতি অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন এবং সরাসরি শান্তিপূর্ণ সংলাপে বসার পরামর্শ দিয়েছেন।

শনিবার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহালগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানানো হয়। ওই হামলায় ২৬ জন নিহত হন, যা নতুন করে দুই দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটায়। 

জি৭ সতর্ক করে জানিয়েছে, এই সংঘাত যদি আরও বাড়ে, তবে তা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভারত ও পাকিস্তান উভয় পক্ষের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানাচ্ছি এবং উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরাসরি সংলাপে অংশ নিতে উৎসাহিত করছি।’

জি৭ সদস্য দেশগুলো হলো—কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও এই জোটের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।


সর্বশেষ সংবাদ