নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

২৪ মে ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:৫৮ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের টেস্টে ৭০ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে, সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষটিতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। তবে সেটা পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ড্র হয়েছে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের ম্যাচটি। এতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এর আগে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগার যুবারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল নিউজিল্যান্ড। 

শনিবার (২৪ মে) চতুর্থ ও শেষদিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় ব্ল্যাক-ক্যাপসরা। ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়। 

আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭ চার ও ৬ ছক্কা হাঁকান কেলি। 

৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষদিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২২ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাঈম হাসান ৪টি ও পেসার খালেদ আহমেদ ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ২৯ রানের উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নম্বরে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান। জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন।

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬