নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

২৪ মে ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:৫৮ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের টেস্টে ৭০ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে, সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষটিতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। তবে সেটা পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ড্র হয়েছে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের ম্যাচটি। এতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এর আগে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগার যুবারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল নিউজিল্যান্ড। 

শনিবার (২৪ মে) চতুর্থ ও শেষদিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় ব্ল্যাক-ক্যাপসরা। ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়। 

আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭ চার ও ৬ ছক্কা হাঁকান কেলি। 

৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষদিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২২ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাঈম হাসান ৪টি ও পেসার খালেদ আহমেদ ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ২৯ রানের উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নম্বরে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান। জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9