‘নো’ বলের ঘটনাটি উইল জ্যাকসের ওভারের © সংগৃহীত
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচেই ঘটেছে, বিরল এক ঘটনা। এ নিয়ে অনেকেরই জিজ্ঞাসা, এ আবার কেমনতরো ‘নো’ বল? কিছুক্ষণ পরই এর উত্তর পাওয়া মেলে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকে; ব্যাটার বিপ্রজ নিগম-ও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। বল ডেলিভারির সময়ে জ্যাকসের পা-ও পপিং ক্রিজের ভেতরে ছিল। খোলাচোখে এটি একটি বৈধ ডেলিভারি। মূলত ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় ‘নো বল’ ডাকেন আম্পায়ার।
আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন-সাইডে কোনভাবেই পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।
ফলে, বোলিংয়ের মুহূর্তে অফ সাইডে অন্তত ৪ জন ফিল্ডার থাকতেই হবে। কিন্তু সেই নিয়ম অনুসরণ করেনি মুম্বাই। এজন্যই মূলত ‘নো বল’ ডাকেন আম্পায়ার। সেই সময়ে মুম্বাইয়ের মাত্র তিনজন ফিল্ডার অফ সাইডে ছিলেন। তারা প্রত্যেকেই ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন।
যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এদিন দলের প্লে-অফ নিশ্চিতে বড় ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব। ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ৭টি চার এবং ৮টি ছক্কা হাঁকান টপ-অর্ডার এই ব্যাটার।