ইংল্যান্ডে সাব্বিরের ব্যাটে ঝড়, ৯৬ বলে অপরাজিত ১৫২ রান

সাব্বির রহমান
সাব্বির রহমান  © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাবেই আলোচিত হয়েছিলেন সাব্বির রহমান। প্রথম দিকে খেলেছিলেন বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস। যার ফলে অল্প সময়েই পেয়েছিলেন তারকাখ্যাতি। তারপর নানা বিতর্কিতকাণ্ডে ও ফর্মহীনতায় যেন হারিয়ে যান এই ব্যাটার। তবে সম্প্রতি দারুণ ব্যাটিং করছেন, ফের জাতীয় দলের ফেরার দাবি যেন জোরালো করছেন তিনি। 

আরও পড়ুন: ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মোস্তাফিজ

ইংল্যান্ডে ক্রিকেট লিগ খেলছেন সাব্বির। সেখানের টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। মাত্র ৯৬ বলে অপরাজিত ১৫২ রান করেছেন এই ব্যাটার। বিধ্বংসী ইনিংসে সাব্বির হাঁকান ৯টি ছক্কা। তার এই ইনিংসের ওপর ভর করেই উক্সব্রিজ তোলে ৩৪৮ রানের পাহাড়সম সংগ্রহ, যা প্রতিপক্ষ আমেরশাম ক্রিকেট ক্লাবের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় উক্সব্রিজ ১৩১ রানে।

শুধু ব্যাট নয়, বল হাতেও কিছুটা দায়িত্ব পালন করেছেন সাব্বির। ৪ ওভার বল করে ২৭ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাব্বিরের ব্যাটে রান ছিল না বললেই চলে। বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিলেন মাত্র ২৯ রান, তাও ৩৪ বল খরচ করে। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেকে নতুন করে চিনিয়েছেন এই ব্যাটার।

দারুণ ইনিংসের পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সাব্বির। ফেসবুক পেজে স্কোরকার্ড শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’


সর্বশেষ সংবাদ