অভিনেত্রীর পাশে বসে তোপের মুখে বাবর
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM

ফের আলোচনার কেন্দ্রে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। তবে এবার মাঠের পারফরম্যান্সের কারণ নয়, একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে মডেল ও অভিনেত্রী জুবাব রানার পাশে বাবরকে বসে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কোনো পাবলিক ইভেন্টের ভিডিও এটি। মূলত মুখের অস্বস্তিকর অভিব্যক্তি ও সংযত আচরণের কারণেই আলোচনায় বাবর।
ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে অনেকেই ট্রল করছেন। নেটিজেনদের কেউ বলছেন, ‘বাবর, নিজের আবেগ সামলাও!’ অনেকে আবার বলছেন, ‘হেয়ারস্টাইলিস্টের মতো লাগছে।’
অনেকে আবার ধারণা করছেন, সম্ভবত লাজুক বা অস্বস্তিতে ছিলেন বাবর। কারণ, শোবিজ দুনিয়ার সঙ্গে এমন ঘনিষ্ঠ অবস্থানে অভ্যস্ত নন তিনি।
একজন লিখেছেন, ‘বাবরের মধ্যে সুপারস্টারদের মতো আত্মবিশ্বাসই নেই—খুব দুঃখজনক।’ আরেকজন বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, বাবর এখানে ঈর্ষান্বিত বা অস্বস্তিতে।’
কেউ কেউ আবার বাবরের পক্ষ নিয়েও সাফাই গেয়েছেন। তারা বলছেন, পেশাদারিত্ব বজায় রাখতেই এমন ছিলেন বাবর। তবে ভাইরাল এই ভিডিওটি এখনও কিছু বলেননি বাবর আজম।