অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সারওয়াত সিরাজ

ব্যারিস্টার সারওয়াত সিরাজ
ব্যারিস্টার সারওয়াত সিরাজ  © সংগৃহীত ও সম্পাদিত

আসন্ন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা)। সহ সভাপতি পদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা  ক্যাটেগরি থেকে তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন জানায়, আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া বিওএর নির্বাচনের বৈধভাবে মনোনীত প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ১৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরদিন ১৯ নভেম্বর মনোনয়ন যাচাই–বাছাই শেষে চূড়ান্ত খসড়া তালিকা প্রস্তুত করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে কেবলমাত্র সারওয়াত সিরাজ (শুক্লা) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদেও মনোনয়ন যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কক্সবাজারে ৩০ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচনের বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় প্রতিনিধিত্বকারী ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) নিশ্চিত হয়েছেন সহ-সভাপতি পদে।


সর্বশেষ সংবাদ