ডেঙ্গু আক্রান্ত অর্ধ লাখ ছাড়াল, হাসপাতালে দেরিতে আসায় মৃত্যু বেশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩২ PM
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সাথে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। আর মারা গেছেন ২১৫ জন। আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের দুইজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
অপরদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৭৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) অবস্থান, এখানে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৮৩, খুলনায় ৫৭, ময়মনসিংহে ৩৫, রাজশাহীতে ৬৪, রংপুরে ১১ এবং সিলেটে পাঁচজন আক্রান্ত হয়েছেন। আর সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তরে ১১৮ ও ঢাকা দক্ষিণে আক্রান্ত হয়েছেন ৯০ জন।
ডেঙ্গুতে মৃত্যুর বড় কারণ দেরিতে হাসপাতালে আসা
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মৃত্যুহার বাড়ছে। গতকাল রবিবার (৫ অক্টোবর অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছিল। বার্তায় তিনি জানান, বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে হাসপাতালে আসতে দেরি করা। আজ (রবিবার) যারা মারা গেছেন, তাদের মধ্যে সাতজন ভর্তি হওয়ার দিনই মৃত্যুবরণ করেছেন। একজন পরদিন মারা গেছেন। এটা স্পষ্ট যে রোগীরা হাসপাতালে আসছেন অনেক দেরিতে।
তিনি বলেন, ডেঙ্গু জ্বরকে সাধারণ জ্বর ভেবে অবহেলা না করে, জ্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাছের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করানো জরুরি। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্ক ও তৎপর। কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া মৃত্যুহার কমানো কঠিন। সবাইকে অনুরোধ করছি জ্বর হলে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে পরীক্ষা করান।