সাঈদীকে নিয়ে যা বললেন সুখরঞ্জন বালি

দেলাওয়ার হোসাইন সাঈদী ও সুখরঞ্জন বালি
দেলাওয়ার হোসাইন সাঈদী ও সুখরঞ্জন বালি  © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ মোট ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ জমা দেন।

অভিযোগ দায়ের শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাঈদী একজন ভালো লোক ছিলেন। যখন তিনি এমপি ছিলেন, আমরা মায়ের কোলে ঘুমিয়েছি। তিনি সৎ এবং বিপ্লবী উদ্দেশ্য নিয়ে কাজ করতেন, সেজন্যই আমাদের তার প্রতি মায়া ছিল। তার জানাজায় আমি গিয়েছিলাম।

তিনি আরও বলেন, সাঈদী এমপি থাকাকালীন আমরা শান্তিতে ছিলাম, সত্যি কোনো রক্তপাত হয়নি। এখন আমি বাড়িতে নিরাপদে থাকতে পারি।

উল্লেখ্য, সুখরঞ্জন বালি ছিলেন সাঈদী মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী। ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান। পরে, তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। অনেক দিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করলেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!