হাতিরঝিলে বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‌্যাপিড পাস

১৮ জুলাই ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৪:৫১ PM
র‌্যাপিড পাস

র‌্যাপিড পাস © টিডিসি ফটো

হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী রবিবার (২০ জুলাই) থেকে এসব পরিবহনে র‌্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা স্মার্টভাবে ভ্রমণ করতে পারবেন।

ডিটিসিয়ের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, এই স্মার্ট টিকিটিং কার্যক্রম ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এখন তা পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে।

তিনি বলেন, ‘চালুর দিন থেকেই চক্রাকার বাসগুলো এফডিসি পর্যন্ত গিয়ে আবার হাতিরঝিলে ফিরে আসবে। এতে করে মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিলে আসা যাত্রীরা একই র‌্যাপিড পাস কার্ড দিয়ে বাস ও ওয়াটার ট্যাক্সি—দুই মাধ্যমেই যাতায়াত করতে পারবেন।’

র‌্যাপিড পাস ব্যবস্থার আওতায় চারটি বাস কাউন্টারে এবং ওয়াটার ট্যাক্সির দুইটি ঘাটে ই-টিকিটিং চালু করা হয়েছে বলেও জানান তিনি।

জিয়া-খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব
  • ২২ জানুয়ারি ২০২৬
টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব’
  • ২২ জানুয়ারি ২০২৬
২ হাজার টাকার ফ্যামিলি কার্ড পেতে কি এক হাজার টাকা ঘুষ দিতে…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সিলেটে শত শত মাইক, আমাদের মাত্র তিনটি দিয়ে জনসভা চলছে’
  • ২২ জানুয়ারি ২০২৬