ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাফেরা, ধরা পড়লেই টিসি দেবে শ্রীবরদী সরকারি কলেজ

০৬ নভেম্বর ২০২৫, ০২:৪৪ PM
শ্রীবরদী সরকারি কলেজ

শ্রীবরদী সরকারি কলেজ © টিডিসি ফটো

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজ প্রশাসন শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলেজে অধ্যক্ষ প্রফেসর মো: ফরহাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীরা প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে ক্যাম্পাসের বাইরে বাজারে ঘোরাফেরা, কলেজসংলগ্ন দোকানে আড্ডা দেয় এমন অভিযোগের প্রেক্ষিতে কলেজ প্রশাসন এ সিন্ধান্ত নিয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শিক্ষার্থী কলেজ চলাকালীন ক্যাম্পাসের বাইরে বাজারে ঘুরাফেরা ও ক্যাম্পাস সংলগ্ন দোকানে আড্ডা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এটি কলেজের শৃংখলা বিধির গুরুতর লঙ্ঘন। সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশে সার্বিক পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠছে। বিষয়টি নিয়ন্ত্রণে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার কথা জানিয়েছে কলেজ প্রশাসন।

কলেজের কঠোর নির্দেশনায় জানানো হয়—ক্লাস বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা করা কোনো শিক্ষার্থী বা বহিরাগত যদি কলেজের ভিজিল্যান্স টিম বা পুলিশের কাছে ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে টিসি প্রদানসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হক চৌধুরী অনিক বলেন, কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। তিনি বলেন, 'আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিছু শিক্ষার্থীর কারণে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তা কেউই চাই না। প্রশাসনের সতর্কবার্তা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করবে।'

অনিক আরও বলেন, 'কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ ও আদর্শ শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে পারব। যদি আমরা নিজেদের আচরণ ও দায়িত্ব সম্পর্কে সচেতন হই, তাহলে শ্রীবরদী সরকারি কলেজ হবে আরও সুন্দর, নিরাপদ ও গৌরবময় এক শিক্ষাঙ্গন।'

জানতে চাইলে এ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদের সম্পাদক রিফাত আহমেদ বলেন, 'প্রায় চার মাস থেকে আমরা সকলে মিলে কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ স্যারের নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ইতোমধ্যে ডিজিটাল হাজিরা, ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান, সিসি ক্যামেরা বৃদ্ধি, সাউন্ড সিস্টেম শতভাগ নিশ্চিতকরণ এবং আধুনিকায়নসহ আরো অনেক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার গুণগত মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীর উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। এরপরেও কিছু অমনোযোগী শিক্ষার্থী কলেজে এসে ক্লাস ফাঁকি দিতে চেষ্টা করে এবং কলেজ ক্যাম্পাসে বা বাইরে গিয়ে অহেতুক আড্ডা বা অন্যান্য দৃষ্টিকটু কাজে লিপ্ত হয়। সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আশেপাশের শিক্ষার্থী এবং বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এসব তথ্য পাওয়া গেছে যে তাদের অনেকেই বিভিন্ন নেশা জাতীয় কর্মকান্ডের সাথে লিপ্ত। কলেজ কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে থানা-প্রশাসনের সঙ্গে কথা বলেছে। তারা সিসি ক্যামেরার তথ্য সহ আরো কিছু তথ্য চেয়েছে। তাই শিক্ষার্থীসহ সকলকে সার্বিকভাবে সচেতন করতে অধ্যক্ষ স্যার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আমরা শ্রীবরদীর সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে অত্র কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করে যেতে চাই।'

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরহাদ আলী জানান, 'কলেজ চলাকালীন ছাত্ররা আশেপাশের দোকানে আড্ডা দিচ্ছে, বাজারে ঘোরাফেরা করছে—এরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। এতে কলেজের পড়াশোনার পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই আমরা কলেজ গেটে পাহারা জোরদার করেছি যাতে ছাত্ররা ক্লাস চলাকালীন বাইরে যেতে না পারে। এছাড়া সন্ধ্যার পরে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, আমরা বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করেছি। আশা করছি, আমাদের পদক্ষেপের মাধ্যমে কলেজের একাডেমিক পরিবেশ ও সার্বিক পরিস্থিতির উন্নতি হবে।'

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9