মতিঝিল আইডিয়ালে আসন্ন ৩য় আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যালের প্রস্তুতি সম্পন্ন

ইভেন্ট ব্যানার
ইভেন্ট ব্যানার   © সৌজন্যে প্রাপ্ত

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইডিয়াল বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫’। রাজধানীর এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে আইডিয়াল বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব (আইবিসিসি) উৎসবের মাধ্যমে দেশের ১৫০টিরও বেশি স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীকে একত্রিত করে উদ্ভাবন ও উদ্যোক্তা চেতনায় দুই দিন ধরে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীলতা ও সহযোগিতামূলক মঞ্চ তৈরির কাজে অবিরাম কার্যাবলী করে যাচ্ছে।

অনুষ্ঠানের মূল লক্ষ্য দেশের কিশোর এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক মনোভাব উজ্জীবিত করা। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ক্লাসরুমের ধারণা নিয়ে সীমাবদ্ধ না থেকে বহুমুখী প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন আইবিসিসি টিম।

দুই দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণকারীরা যুক্ত হবেন ১৩টি প্রধান প্রতিযোগিতামূলক সেগমেন্টে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ট্রেড ফেয়ার, বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত বিনামূল্যে সংঘটিত কর্মশালা এবং অনুপ্রেরণামূলক সেলিব্রিটি সেশন।

আইবিসিসির সভাপতি সাফরিন সরকার বলেন, ‘আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যাল আমাদের শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সৃজনশীলতা, নেতৃত্ব ও কৌশলগত চিন্তাধারা একত্রিত হয়। আমরা বিশ্বাস করি, তরুণরা শুধু আগামীকাল নয়, আজ থেকেই পরিবর্তনের গল্প লেখা শুরু করতে পারে।’

সংগঠনের মডারেটর খালেদা আজিজ উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এ উৎসব কেবল প্রতিযোগিতা নয়, বরং ভাবনা থেকে বাস্তবায়নের একটি যাত্রা। এটি শিক্ষার্থীদের কৌতূহলকে সৃজনশীলতায় ও দলগত প্রচেষ্টাকে সফলতায় রূপান্তরের অনুপ্রেরণা দেবে।’

ফেস্টিভ্যালের কাঠামো ও বিশেষ আয়োজন অংশগ্রহণের তিনটি বিভাগ
জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
সিনিয়র (৯ম-১০ম শ্রেণি)
কলেজ (এইচএসসি ২০২৫ ব্যাচ পর্যন্ত)

সাধারণ সেগমেন্টসমূহ
বিজনেস অলিম্পিয়াড ৩০টি এমসিকিউ, ২০ মিনিটে ব্যবসা, হিসাববিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান ও সাধারণ গণিত বিষয়ে।
এক্সটেম্পোর স্পিচ একক (সিনিয়র ও কলেজ বিভাগ)। 

ডিজিটাল পোস্টার ডিজাইন উন্মুক্ত থিম, অনলাইন সাবমিশন ভিত্তিক। মোবাইল লেন্সেশন (ফটোগ্রাফি প্রতিযোগিতা) সকল স্তরের জন্য উন্মুক্ত, মোবাইল ও DSLR উভয়েই অংশগ্রহণযোগ্য।

দলীয় প্রতিযোগিতা (সিনিয়র ও কলেজ)
বিজনেস কেস সলভিং (দলপ্রতি ৩ জন), ওয়াল ম্যাগাজিন (২ সদস্যের দল), থিম: Business, Career & Innovation, গেস দ্য লোগো (৩০ দল, শীর্ষ ১০ দল ফাইনালে), টিক-ট্যাক-টো (৩ সদস্যের দল, কৌশলনির্ভর মাঠ সংস্করণ), হান্ট ডাউন দ্য ফ্ল্যাগ (মিক্সড জেন্ডার জুটি, ক্রু-বেইসড অ্যাক্টিভিটি)

বিশেষ সেগমেন্ট
দ্য বিজনেস হেইস্টার কৌশল, পরিকল্পনা ও ব্যবসায়িক ধাঁধা নির্ভর চ্যালেঞ্জ,  স্টুডেন্টস ট্রেড ফেয়ার শিক্ষার্থীদের উদ্যোক্তা প্রদর্শনী।  

মজার ও একক সেগমেন্ট
রেড লাইট, গ্রিন লাইট, ড্রইং প্রতিযোগিতা (৩য়-৮ম শ্রেণি পর্যন্ত)। 

এছাড়াও থাকছে বিনামূল্যের ইন্টার‍্যাকটিভ কর্মশালা এবং বিশেষ সেলিব্রিটি সেশন ‘দ্য ভেলভেট কাউচ’, যা তরুণদের উদ্বুদ্ধ করবে স্বপ্ন বাস্তবায়নে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার।

বর্তমান প্রজন্ম যখন বাংলাদেশের উদ্যোক্তা ও উদ্ভাবনযাত্রার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই ফেস্টিভ্যালটি একাডেমিক জ্ঞান ও বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে। প্রতিযোগিতা, সৃজনশীলতা ও সহযোগিতার মাধ্যমে আইবিসিসি দেশের ভবিষ্যৎ ব্যবসায় নেতৃত্ব গঠনে তার অঙ্গীকার আরও সুদৃঢ় করছে। জাতীয় পর্যায়ে নেটওয়ার্কিং, শিক্ষামূলক যোগাযোগ ও বাস্তব অভিজ্ঞতার এই অনন্য আয়োজন অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইবিসিসি টিম আশাবাদী যে,  আগামী ৮ নভেম্বর উৎসবের সমাপ্তির পর শিক্ষার্থীরা শুধু পুরস্কার নিয়েই ফিরবে না, বরং অর্জন করবে নতুন দক্ষতা, বন্ধন ও আত্মবিশ্বাস যা তাদের আগামী দিনের ব্যবসায়িক দিগন্তে এগিয়ে নিয়ে যাবে।

বিস্তারিত তথ্য: https://www.facebook.com/share/14P7mGhXUaE/
নিবন্ধনের জন্য: https://tickhost.site/event/3rd-ideal-business-festival-2025/


সর্বশেষ সংবাদ