সরকারি আশেক মাহমুদ কলেজ

ক্লাসে মোবাইল আনায় ১৭০ শিক্ষার্থীর স্মার্টফোন জব্দ

মোবাইল জব্দ
মোবাইল জব্দ  © টিডিসি ফটো

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ক্লাসে মোবাইল ফোন আনা নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা নিয়ম অমান্য করায় ১৭০টি মোবাইল ফোন জব্দ করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বারবার নিষেধ করা হলেও তারা ক্লাসে মোবাইল ফোন নিয়ে আসে। এ কারণে অধ্যক্ষের নির্দেশে শৃঙ্খলাবিধি অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে ফোনগুলো সংগ্রহ করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে বিকেল ৩টার দিকে তাদের ফোন ফেরত দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কেউ মোবাইল ফোনসহ ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বারবার নিষেধ করা সত্ত্বেও শিক্ষার্থীরা ক্লাসে ফোন নিয়ে আসে। তারা ক্লাসে বসে ফেসবুক চালায়, ছবি তোলে, সারাদিন ফোনে ব্যস্ত থাকে। যা শিক্ষার পরিবেশ নষ্ট করে। তাই শৃঙ্খলা রক্ষার স্বার্থে ফোনগুলো জব্দ করা হয়।

অন্যদিকে, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আতিকুর রহমান সোহাগ নামে এক শিক্ষার্থী বলেন, অনেক শিক্ষার্থী দূর থেকে আসে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। বাটন ফোন রাখার অনুমতি দেওয়া উচিত।

অপরদিকে, শাওন নামে আরেক শিক্ষার্থী বলেন,কলেজে ফোন নিয়ে আসা মোটেও ঠিক নয়। কর্তৃপক্ষ সঠিক কাজ করেছে।


সর্বশেষ সংবাদ